ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কক্সবাজারের উখিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ১২:১৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক মোহাম্মদ আরফাত (২২) পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের বাসিন্দা হাফেজ হাজী জালালের ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির সন্দেহে প্রতিবেশী কয়েকজন যুবক আরফাতকে মারধর করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আরিফ হোসেন।

তবে নিহত আরফাতের বাবা হাজী জালাল দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় একটি পক্ষ তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। 

নিহতের বড় ভাই রুবেল অভিযোগ করেন স্থানীয় জাহেদ, হাফেজ আবদুল্লার ছেলে সাহাবউদ্দিনসহ কয়েকজন আরফাতকে দুপুর থেকে চুরির অভিযোগে আটক করে মারধর করেন। 

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |