• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ জনকে কারাগারে প্রেরণ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:১৬
সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ জনকে কারাগারে প্রেরণ
ছবি : আরটিভি

গত ৪ আগস্টে আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখতসহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে তারা স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

আদালতের এজলাস থেকে বের হওয়ার পর আসামি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতের বারান্দায় ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় পুলিশ ‘জয় বাংলা’ স্লোগান দিতে আসামিদের বাধা প্রদান করে।

মেয়র ছাড়া কারাগারে পাঠানো অন্য নেতারা হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ও ছাত্রলীগ কর্মী মছিবুর ইসলাম।

মামলার বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম জানান, মামলার এজাহারভুক্ত আসামি পৌরসভার সাবেক মেয়রসহ ৫ জন আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামিরা আদালতের বরান্দায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। বিষয়টি আদালতকে জানানো হয়েছে, আদালত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, গত চার আগস্টে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ দোয়ারাবাজারের জহুরের ভাই হাফিজ আহমেদের দায়ের করা দ্রুত বিচার আইনে করা মামলায় নাম উল্লোখ করা ৯৯ জনের মধ্যে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক বেশ কিছু দিন কারাভোগ করার পর আদালত থেকে জামিন পেয়েছেন।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন বইয়ের অপেক্ষায় সুনামগঞ্জের আড়াই লাখ শিক্ষার্থী
সুনামগঞ্জে প্রয়াত শিক্ষকের স্মরণে পিটিআই হোস্টেলের নামকরণ
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ২ যুবক আটক
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ