• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯
ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলায় এক যুবককে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা করেছেন স্থানীয়রা। ওই যুবকের নাম বিল্লাল চৌধুরী (৩২)।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান।

নিহত বিল্লাল চৌধুরী সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের বাসিন্দা বাবুল চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার ভোরে মাতব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী নামে এক যুবক ধরা পড়েন। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গেরদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, গেরদা গ্রামের দরগা বড়বাড়ি হিসেবে পরিচিত ইসরাইল মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী ধরা পড়েন। পরে এলাকাবাসীর গণপিটুনিতে বিল্লাল চৌধুরী ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘গণপিটুনিতে নিহত বিল্লাল চৌধুরী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে বয়লার বিস্ফোরণ, আহত ৩
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২
কক্সবাজারের উখিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল