• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

সিলেটে একটি কমলা বিক্রি হলো ২ লাখ টাকায়

আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮
সিলেটে ১ কমলা বিক্রি হলো ২ লাখ টাকায়
ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা বিক্রি হয়েছে ২ লাখ টাকায়। শনিবার পৌরসভার ৬নং ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদরাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি হয়।

রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, এ দিন উপজেলার পৌর এলাকার গোঘারকুল ইসলামিয়া মতিলা মাদরাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। এই মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)।

এ দিকে মাহফিল চলাকালে এক প্রবাসী আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এ সময় তিনি ওই কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন।

কমলাটি নিয়ে নিলামের ডাক দিলে তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হজরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কিনে নেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ব্যাক টু ব্যাক জয় রংপুরের
সোহান ও ইফতেখারের ব্যাটে ভর করে সিলেটকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো রংপুর
টস জিতে ব্যাটিংয়ে রংপুর
মাশরাফীর বিপিএল খেলা নিয়ে যা জানালেন সিলেট কোচ