অসহায়দের শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব: প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব। প্রতি বছর তারেক রহমানের নির্দেশে বিএনপি অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। দেশে থাকলে তিনি নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করতেন। বিএনপি মানবিক দায়িত্ববোধ থেকে মানবকল্যাণে কাজ করে।
রোববার (২৯ ডিসেম্বর) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও গামারীতলা ইউনিয়নে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বন্যা, শীত, করোনা, ডেঙ্গুসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিএনপির মানবিক কর্মকাণ্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপি কথামালার রাজনীতি নয়, বাস্তবভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য ।
তিনি বলেন, বিএনপি মানবতাবাদী দল। সরকার বা বিরোধী দল—যে অবস্থানেই থাকুক না কেনো, সুখ-দুঃখে জনগণের পাশে থাকে । তিনি সরকার ও বিত্তবানদের প্রতি শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হাবিবুর রহমান, আবদুল কুদ্দুস, আবুল হাশেম, আবুল কাশেম ডলার, আবদুল ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমান,হুমায়ুন কবীর, আবদুস শহিদ, সাহাবুদ্দিন মেম্বার, আবদুল খালেক, আমিনুল ইসলাম খোকন প্রমুখ।
আরটিভি/এমএ-টি
মন্তব্য করুন