• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

সুনামগঞ্জে প্রয়াত শিক্ষকের স্মরণে পিটিআই হোস্টেলের নামকরণ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬
সুনামগঞ্জে প্রয়াত শিক্ষকের স্মরণে পিটিআই হোস্টেলের নামকরণ
ছবি : আরটিভি

সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত সুনামগঞ্জ পিটিআই এর বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী মেধাবী শিক্ষক রাজিব চৌধুরীর স্মরণে পিটিআই এর পুরুষ হোস্টেলটিকে তার নামে নামকরণ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ পিটিআইয়ের পুরুষ হোস্টেলটিকে ‘রাজিব চৌধুরী স্মৃতি হোস্টেল’ নামকরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া রাজিব চৌধুরী স্মৃতি হোস্টেল এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহান্ত, সহকারী সুপারিন্টেন্ডেন্ট চন্দন কুমার বণিক, ইন্সট্রাক্টর সজীব কুমার তালুকদার, প্রয়াত রাজিব চৌধুরীর বাবা অমলেন্দু চৌধুরী, মাসী রিনা রানী তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশীদ, পিটিআইএর বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী শিক্ষক ইজ্জত আলী, বিশ্বজিৎ দাস, শাহ বেলাল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর সন্ধ্যার পর রাস্তা পারাপার হয়ে পিটিআইয়ে প্রবেশ করার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন শিক্ষক রাজিব চৌধুরী। পরে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত ২ 
রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
নতুন বইয়ের অপেক্ষায় সুনামগঞ্জের আড়াই লাখ শিক্ষার্থী