• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩
হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ
ছবি : আরটিভি

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। সোমবার এ জেলাতে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলেও মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কথা হয় ট্রাকচালক ইয়ামিনের সঙ্গে। তিনি বলেন, আজ হঠাৎ শীতের প্রকোপ বেশি, সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রাস্তায় কোনকিছু দূর থেকে সহজে দেখা যাচ্ছে না। ধীরে ধীরে ট্রাক চালাচ্ছি। কষ্ট হচ্ছে, তবুও পণ্যগুলো সঠিক সময়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে হবে।

এদিকে আব্দুল মতিনের নামে এক রিকশাচালক বলেন, ঘন কুয়াশা আর শীতের কারণে সকাল সকাল কোন মানুষ বাসা থেকে বের হচ্ছে না। যার ফলে রিকশায় লোকজন ওঠে না। আমার আয় কমে গেছে। সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। শীতকে উপেক্ষা করে রিকশা নিয়ে বাহির হয়েছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোয়াজ্জল হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুর জেলাতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ, গড় গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে প্যানেল চেয়ারম্যান নিলুফাকে অবাঞ্ছিত ঘোষণা
আমদানি স্বাভাবিক, নতুন চাল বাজারে এলেও কমছে না দাম
হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রি, জরিমানা
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু