• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৭
নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ছবি : সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইমদাদুল মোল্যা (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কালনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. ইমদাদুল মোল্যা সদর উপজেলার বুড়িখালি গ্রামের মো. জামাল মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মো. ইমদাদুল মোল্যা নামে ওই ব্যক্তি সদর উপজেলার চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে মোটরসাইকেলে করে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রিবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 
ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, অতঃপর...
বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের ইমাম নিহত