• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

নববর্ষের অনুষ্ঠানে তরুণ গুলিবিদ্ধ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ১৭:১৮
ছবি: সংগৃহীত।

ঢাকার ধামরাই উপজেলায় খ্রিষ্টীয় বর্ষবরণ এবং থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আকাশ সরকার (১৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আকাশ সরকার ধামরাই উপজেলার রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে ধামরাই উপজেলার রোয়াইলে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পারে ধামরাই থানার পুলিশ। পরে ঘটনাস্থলে যান ধামরাই থানা পুলিশের একটি দল। তারা স্থানীয়দের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে মঙ্গলবার রাতে নতুন বছর বরণের লক্ষে রোয়াইল গ্রামে খিচুরির আয়োজন করা হয়। আয়োজকদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিলো। সে উপরের দিকে গুলি ছোড়তে চেয়ে ব্যর্থ হয়। পরে ধাক্কাধাক্কির একপর্যায়ে গুলি বের হয়ে আকাশ সরকারের পেটে লাগে।

আকাশ সরকারের বাবা প্রতুল সরকার বলেন, রাতে মাঠে ব্যাডমিন্টন খেলা শেষে পাশেই একটি বাড়িতে গান শুনতে যায় আকাশ সরকার। সেখানেই সে গুলিবিদ্ধ। রাব্বি খান নামের একজন গুলি ছুড়ে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, রাত ১ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আকাশকে হাসপাতালে আনা হয়। তাকে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার বুকে গুলি লেগেছে।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আহত যুবকের পরিবারের সদস্যরা এখনো কোনো অভিযোগ দেননি। ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে খাদ্যপণ্য কারখানায় ডাকাতির অভিযোগ
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক ১
ধামরাই পৌরসভার সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেপ্তার