• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

নওগাঁয় আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪
ছবি : আরটিভি

নওগাঁয় মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণ চুরির সঙ্গে জড়িত আন্তজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণ, নগদ টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এর আগে রাতে মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার কালিতলা এলাকার মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫), রাজবাড়ি তামলিপাড়া এলাকার মোফাফফর আলীর ছেলে রামজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৬ তারিখ বিকেলে মহাদেবপুর উপজেলার মধ্যবাজারের মায়ামনি জুয়েলার্স থেকে প্রায় ২ লাখ ১৩ হাজার টাকার মূল্যের স্বর্ণের ব্রেসলেট চুরি হয়। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জড়িত চোরদের সনাক্ত করে তাদের গ্রেপ্তারও চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান শুরু করলে মঙ্গলবার রাতে সিসিটিভির ফুটেজ ও আধুনিক প্রযুক্তি সহায়তায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা স্বর্ণ চুরির সঙ্গে জড়িত আন্তজেলা চোর চক্রের সদস্য। তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তার
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার