চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার
চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী আলোচিত কাজী মতিনকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
তিনি জানান, চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার মসজিদ সম্মুখের সড়ক থেকে জেলা গোয়েন্দা পুলিশের এস আই (উপপরিদর্শক) জুয়েল রেজার নেতৃত্বে একটি ফোর্স পালিয়ে বেড়ানো কাজী মতিনকে গ্রেপ্তার করেন। পরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোরশেদুল আলমের আদালতে নিয়ে গেলে তিনি মতিনকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাজী মতিন জিআর-১৪১/২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। কাজী মিজান ও কাজী মতিন দুই ভাই চাঁদপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের মূল হোতা। বিভিন্ন সময়ে কোস্টগার্ড ও নৌ পুলিশ নদীতে অবৈধ ড্রেজার ও শ্রমিক আটক করলেও মূল হোতারা থাকেন ধরাছোঁয়ার বাইরে।
কাজী মতিন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মতলবের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।
স্থানীয়রা জানায়, কাজী মতিন মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের কাজী আবুল হোসেনের ছেলে। তার বড় ভাই কাজি মিজানুর রহমান মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। এছাড়াও কাজি মতিনের ভাই কাজি মিজান চাঁদপুরের আলোচিত বালুখেকো ইউপি চেয়ারম্যান সেলিম খানের সহযোগী ছিলেন। সেলিম খানের মৃত্যুর পর আত্মগোপনে থেকে কাজী মিজানুর রহমান ও কাজী মতিন চাঁদপুরে শত শত অবৈধ ড্রেজার বসিয়ে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার খবর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।
তবে বিভিন্ন সময়ে প্রশাসন, কোস্টগার্ড ও নৌ পুলিশ নদীতে তাদেরকে ধরতে গিয়ে অবৈধ ড্রেজার ও নৌযান শ্রমিক আটক করলেও তাদের মতো মূল হোতারা ধরাছোঁয়ার বাহিরে থাকেন এবং কলকাঠি নাড়েন। পরে আটককৃতদের ছাড়িয়ে নিতে নৌ থানাসহ বিভিন্নস্থানে তাদের আশির্বাদপুষ্টদের দিয়ে তদবির চালান। কাজী মিজানের বিরুদ্ধেও ঢাকা ও নারায়ণগঞ্জে বেশ কটি হত্যা মামলা রয়েছে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মজিবুর রহমান বলেন, কাজী মতিন ওয়ারেন্টের ৩ মামলায় হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় বালু উত্তোলনসহ প্রভাব বিস্তারের বহু অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
আরটিভি/এএএ/এআর
মন্তব্য করুন