• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

আপন ভাই হলেও দোসরদের ব্যাপারে কোনো ছাড় নেই: আমীর খসরু

আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ২১:০২
ফাইল ছবি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপন ভাই হলেও শেখ হাসিনার দোসরদের ব্যাপারে কোনো ছাড় নেই। আমার আত্মীয়স্বজন আছে যারা দোসরদের সঙ্গে ছিল, তাদের আমি বাসায়ও প্রবেশ করতে দেই না।

বুধবার (১ জানুয়ারি) নগরীর মেহেদীবাগস্থ বাসভবনে চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আমরা দলীয়করণ করার বিপক্ষে। তারেক রহমানের নির্দেশ, আমরা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চাই না। বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে দলীয়করণের কারণে। প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করতে করতে দেশ আজ এ জায়গায় এসে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীদের হয়ে কে নেতৃত্ব দেবে তা নিজেদের মধ্যে ঠিক করতে হবে জানিয়ে আমীর খসরু বলেন, আমি যখন মন্ত্রী ছিলাম তখন কে কোন চেম্বারের, কোন অ্যাসোসিয়েশনে নেতা হবে সেসব নিয়ে মাথা ঘামাইনি। কারণ, এটা একেবারেই উচিত না। আপনাদের নেতা আপনাদেরই নির্ধারণ করতে হবে। কে নেতৃত্ব দেবে সেটার সিদ্ধান্ত আপনাদের। সেখানে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। আমরা (বিএনপি) চাইও না।

তিনি বলেন, যারা এত বছর লুটপাট করেছে, এদের ফিরে আসার কোনো অধিকার নেই। আর ফিরে আসার দরকারও নেই, এদের তো হাজার হাজার কোটি টাকা হয়ে গেছে। তাদের আর ব্যবসা করার দরকার নাই। এদের এখন জেলে দেওয়া দরকার।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি পার্কে ফুল উৎসব উদ্বোধন
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নবনির্বাচিত পরিষদের অভিষেক
চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪
চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে ৪ ঘণ্টায় গাড়ি চলেছে দেড় হাজার