• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

লেখাপড়া না করে দেশ চালাতে গেলে আ.লীগের মতো ভুল করবে: মঈন খান

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ২২:১১
ছবি : আরটিভি

লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সেই ধরনের ভুল করার আশঙ্কা থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ছাত্ররা ক্লাসে ফিরে যাও, লেখাপড়া না করলে সুনাগরিক হতে পারবে না। তোমাদের জন্য আগামী ভবিষ্যৎ ও আগামীর পৃথিবী উন্মুক্ত হয়ে আছে।

পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন বোর্ড অব ট্রাস্টি এডভোকেট রোকসানা খন্দকার। এর আগে বিকেল ৩ টায় পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে পলাশ উপজেলা ছাত্রদল বিশাল এক র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি পলাশ কোওপারেটিভ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে: মঈন খান
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়: মঈন খান
ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
আগে সংস্কার পরে নির্বাচন–কোনো অর্থ বহন করে না: মঈন খান