মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও কেক কাটা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেল ৩টার সময় উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সরকারি কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আশরাফুর রহমান বাবু।
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আমির খান, কায়েস প্রধান, ভোলানাথ সাহা, ফরহাদ সরকার আরিফ, রাসেল প্রধান, সোহেল সরকার, আরমান, শরিফুল ইসলাম, মতলব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন, যুগ্ম আহ্বায়ক সুমন, ছাত্রদল নেত্রী রিমা, পৌর ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত শুভ, দিপু আহমেদ মিয়াজী, গোফরান, আসিফ, নূরে আলম, তামজিদ, সাকিল, হৃদয়, শাখাওয়াত বাবু, ইফতি, জাবেদ উপজেলা ছাত্রদল নেতা রবিউল, তুহিন, সাদেক, জাহিদ, রাকিব, মোবারক জাহিদ, তামজিদ, মাহিম, তনয়, সাব্বির, আরমান সহ ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ/এআর
মন্তব্য করুন