• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

বাসা থেকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, আহত যুবক উদ্ধার

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ০৪:০৭
বাসা তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, আহত যুবক উদ্ধার
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গার বাসা থেকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল হলে মারধরে আহত প্রান্ত তালুকদার নামে যুবককে উদ্ধার করেছে পুলিশ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরের খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একদল জনতা রাতে প্রান্ত তালুকদার নামের ওই যুবককে নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকার বাসা থেকে ধরে নিয়ে আসে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর নগর পুলিশ ওই যুবককে উদ্ধার অভিযানে নামে।

এ ব্যাপারে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ খবর পায় লালখান বাজার আমিন সেন্টারের পার্কিংয়ে কিছু লোক এক যুবককে ঘিরে রয়েছে। পরে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মারধর করার কারণে আহত হয়েছেন যুবক, তবে কেন তাকে মারধর করা হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ফেসবুকে কটূক্তির কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫
ভোলায় বিভিন্ন প্রজাতির ২৯ পরিযায়ী পাখি উদ্ধার
কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮
ছাত্রদল-শিবিরের হামলায় ঢাবি উপাচার্যসহ শতাধিক আহতের দাবিটি গুজব