• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

উখিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১৬:২৮
ছবি: সংগৃহীত।

কক্সবাজারের উখিয়ায় হাইওয়ে সড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে থাইংখালিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবুল খায়ের কোম্পানির কর্মচারী লিটন গাজি (১৮) ও উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা যুবক আব্দুর রহমান (১৮)।

শাহপুরি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে অফিসের কাজ শেষে মোটরসাইকেলে করে কুতুপালং যাচ্ছিলেন লিটন গাজি ও আব্দুর রহমান।

এ সময় হাইওয়ে সড়কের থাইংখালি এলাকায় এলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ তারা সড়কে পড়ে যান। এরমধ্যে টেকনাফগামী সমুদ্র তরীর বাস দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

ওসি আরও জানান, হাইওয়ে পুলিশের টিম বাসটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
ডিসেম্বরে ৫০৪ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৫৩৯ প্রাণ
বিদায়ী বছরে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ
৫০ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারে বর্ণচোরা নাট্যগোষ্ঠী