• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

ফরিদপুরে বয়লার বিস্ফোরণ, আহত ৩

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ২১:১৭
ছবি: সংগৃহীত।

ফরিদপুরের মধুখালীতে ব্রয়লার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার আলতু খান জুট মিলের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩১), বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের ছেলে ফারুক শেখ (৩৩) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব শেখ (৪৬)। এদের মধ্যে ফারুক শেখ ও বিপ্লব শেখের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে আহতদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে মধুখালী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিডার মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে আমাদের কোনো তথ্য জানা নেই। তবে আলতু খান জুট মিলে বিকট শব্দ শুনতে পেয়েছি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের সবাইকে সার্জারি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে ড্রাম বিস্ফোরণ, দ্বগ্ধ একজনের মৃত্যু
তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর নগ্ন ভিডিও ধারণ, আটক ৬ 
ট্রাম্পের হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণ, নিহত ১
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২