• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলা, আহত ৮

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ২২:৪২
ছবি: সংগৃহীত।

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা হয়েছে। এতে ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা জানান, নগরীর শেখ পাড়ার সমাজসেবা অফিস থেকে প্রোগ্রাম শেষ করে ফেরার পথে শিববাড়ি জিয়া হল চত্বরে পৌঁছালে আসলে অজ্ঞাতনামা ২০-২৫ জন সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সাদীয়া ও দিয়া নামের দুজন ছাত্রীর অবস্থা আশঙ্কজনক। তারা আইসিউতে ভর্তি রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আমার বাইকের পেছনে থাকা নাজমুল হোসেন ইমরানকে টেনে নিয়ে মারধর করে। নাজমুলকে রক্ষা করতে গেলে আমাদের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এরা আমাদের নারী সহযোদ্ধাদের ওপরও হামলা চালায়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছাই। এখনও পর্যন্ত কোনো পক্ষ আমাদের কাছে অভিযোগ করেনি।

এই ঘটনার পরে সন্ধ্যায় শিববাড়ী মোড় এলাকায় মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫
কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮
ছাত্রদল-শিবিরের হামলায় ঢাবি উপাচার্যসহ শতাধিক আহতের দাবিটি গুজব
৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে যা বললেন সারজিস