• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

নির্বাচন আর ঐক্য নিয়ে তালবাহানা প্রত্যাশা করি না: আযম খান

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ২৩:১৫
ছবি : আরটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, নির্বাচন নিয়ে যেন কোনো তালবাহানা না হয়। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা প্রত্যাশা করি না। ঐক্য নিয়েও কোনো তালবাহানা প্রত্যাশা করি না। ঐক্যের বিকল্প যাতে অন্য কিছু না হয়, কোনো বিভাজন না হয়, তা নিয়ে আমরা আমাদের বক্তব্যে সবসময় সীমারেখা টেনে বক্তব্য রাখি। কারণ আমরা এ জাতিকে দেখেছি বার বার বিপদগ্রস্ত হতে। জাতিকে আর কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে বিপর্যস্ত হতে দিতে চাই না।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বশির ভিলার হল রুমে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, কেউ যেন বাইরে এবং ভেতরে থেকে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমরা পুরো জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। যেন ষড়যন্ত্রকারীরা সফল হতে না পারে। আমাদের সামনে যে গণতন্ত্রের অগ্রযাত্রার নির্বাচন, সেই নির্বাচনকে ব্যাহত করতে না পারে। দ্রুত নির্বাচনের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই।

তিনি বলেন, অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টায় আছেন, বাংলাদেশে আর কোন ঘোলা পানি তৈরি করতে দেয়া হবেনা। জনগণের ক্ষমতায়নে আমরা সকল ষড়যন্ত্র ভেদ করে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি, জনগণমুখি আছে ভোট দেবার জন্যে। যারা জনগণের ভোটে নির্বাচিত হতে চান, যাদের জনগণের বিচার মাথা পেতে নেয়ার মানসিকতা আছে তারা সকলে আসুন আমরা নির্বাচনের দিকে এগিয়ে যায়।

প্রতিনিধি সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাকে মারধর, যুবদল নেতা বহিষ্কার 
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা
যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল