• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

দর্শনায় অবৈধভাবে সার মজুত, লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ২৩:২২
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গার দর্শনায় অবৈধভাবে সার মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে মজুতকৃত সার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড বাজারে ওই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ড বাজারে মেসার্স আমিরুল ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুতকৃত টিএসপি ৩৩০ বস্তা, ডিএপি ২৪৯ বস্তা, ইউরিয়া ৩৭৩ বস্তা এবং এমওপি ৫৮ বস্তা জব্দ করা হয়। ওই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আমিরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ প্রমুখ।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে দৌড়, এরপর যা ঘটল 
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা, যুবকের কারাদণ্ড
দাউদকান্দির পৌর বাজারে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান