• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

কুমিল্লা দক্ষিণ ও নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ০০:৫৩
কুমিল্লা দক্ষিণ ও নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
ফাইল ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা (দক্ষিণ) ও নাটোর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। এছা দলের গৃহীত আরেক সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

অন্যদিকে, শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

এছাড়া, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানান অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫
বিএনপি নেতাকে মারধর, যুবদল নেতা বহিষ্কার 
দেশপ্রেমিক হতে হলে বক্তৃতা দিয়ে নয় কর্মে প্রমাণ করতে হবে: ডা. জাহিদ
কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮