• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮
বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর আরমান হোসেন (৪৮) নামে এক বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় থাকতেন। মীর আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার অস্থায়ী বাসিন্দা মীর আরমানের মোবাইলে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি কল আসে। ফোন পেয়ে তিনি বাইরে গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন বলেন, বিএনপি নেতা আরমানকে কে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।

এদিকে, বিএনপি নেতা মীর আরমান হত্যার প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, লোকটিকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। এর বেশি আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সাক্ষাৎ
আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫
বিএনপি নেতাকে মারধর, যুবদল নেতা বহিষ্কার