• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে দৌড়, এরপর যা ঘটল 

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫০
ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে হুমায়ুন নামের এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে মাটি ফেলে এক্সকেভেটর চালক পালাতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের এক সদস্য দৌড়ে তাকে ধরে ফেলেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় রাষ্ট্রীয় কাজ শেষে অফিসে ফিরছিলেন। সন্ধ্যার দিকে হাজীপুরের কটারকোনা এলাকায় পৌঁছানোর পর একটি ফসলি জমিতে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি লক্ষ্য করা যায়। পরে সেখানে গেলে গাড়ি দেখে চালক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরবর্তীতে তার মালিক হুমায়ুন ঘটনাস্থলে এসে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেন।

তিনি আরও জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি তোলা যাবে না। সরকারি আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শনায় অবৈধভাবে সার মজুত, লাখ টাকা জরিমানা
বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল
গভীর রাতে বাড়িতে অগ্নিকাণ্ড, প্রাণ গেল ২ নারীর
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২