ঢাকা

বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় অর্থদণ্ড

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১২:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত।

মুন্সীগঞ্জের সদর উপজেলার পৌরসভার মাঠপাড়া আবাসিক এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে শহরের মাঠপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রোমান হোসেন নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

এ সময় তাদের উচ্চশব্দে গান বাজানো বন্ধ করে কম শব্দে গান বাজানোর নির্দেশ দেন। তাছাড়া ম্যাজিস্ট্রেট শব্দের মাত্রা পরিমাপ করে ১০৪ ডেসিবেল তীব্রতা শনাক্ত করেন যা অনুমোদিত মাত্রার দ্বিগুণেরও বেশি। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮ বিধি অনুযায়ী এই দণ্ড আরোপ করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, উচ্চশব্দে গান বাজানোয় পরিবেশের স্পেশাল বিচারক মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

আরটিভি/এএএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |