৫০ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারে বর্ণচোরা নাট্যগোষ্ঠী
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য চাঁদপুরের প্রাচীনতম নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রথম কক্সবাজারে আয়োজন করেছে।
চাঁদপুরের বর্ণচোরা নাট্যগোষ্ঠী কক্সবাজার গ্যালাক্সি রিসোর্টের হলরুমে প্রথমেই সংগঠনের সভাপতি শুকদেব রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও এমকেএস গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান মো. মনিরুল ইসলাম।
সংগঠনের অন্যতম কর্মকর্তা নাট্যাভিনেতা সফিউল আযম রিপনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।
পরে সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধিত অতিথি রোটারিয়ান মো. মনিরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান। র্যাফেল ড্র এর মধ্য দিয়ে শেষ হয় বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০ বছর পূর্তি উৎযাপন।
বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সংগঠনে সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর নেতৃত্বে ৪০ সদস্যের একটি গত ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার অবস্থান করে ৫০ বছর পূর্তি উৎযাপন করে। তিনদিনের এই সফর অত্যন্ত আনন্দ ও উল্লাসের মধ্যে দিয়ে কাটিয়েছে সংগঠনের সদস্যরা।
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন