• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে গরিব অসহায়দের মাঝে স্কাউটের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ২১:১৬
চাঁদপুরে গরিব অসহায়দের মাঝে স্কাউটের শীতবস্ত্র বিতরণ
ছবি : আরটিভি

চাঁদপুর শহরের নদীর পাড় ও চরাঞ্চলের গরিব অসহায়দের মাঝে ৪ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডিজি ও বিএসজিএফের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামসুল আলম খান।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, স্কাউটসের সাধারণ সম্পাদক মুকুল আনোয়ার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।

বিএসজিএফের আন্তর্জাতিক সম্পাদক জুলফিকার আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক এম এ ওয়াহেদ, সহকোষাধ্যক্ষ মো. আফতাবুর রহমান, নির্বাহী সদস্য সাদেক হোসেন সানি, রোটারিয়ান অ্যাডভোকেট নুরুল আমিন আকাশ এ সময় উপস্থিত ছিলেন।

একই দিনে চাঁদপুর জেলা স্কাউট অফিসে চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন ও ফেলোশিপের কার্যালয় উদ্বোধন করা হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক সুফি খায়েরুল আলম খোকন ও সদস্য সচিব অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল। চাঁদপুর জেলা স্কাউট কেন্দ্রে চাঁদপুর জেলা শাখার উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরের মতলবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
হাতিয়ায় আলোর মশালের শীতবস্ত্র বিতরণ
রাতে অসহায়দের বাড়িতে শীতবস্ত্র নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক
পাটালিড় মোড় সমাজ সেবা সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ