চাঁদপুরে গরিব অসহায়দের মাঝে স্কাউটের শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর শহরের নদীর পাড় ও চরাঞ্চলের গরিব অসহায়দের মাঝে ৪ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডিজি ও বিএসজিএফের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামসুল আলম খান।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, স্কাউটসের সাধারণ সম্পাদক মুকুল আনোয়ার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
বিএসজিএফের আন্তর্জাতিক সম্পাদক জুলফিকার আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক এম এ ওয়াহেদ, সহকোষাধ্যক্ষ মো. আফতাবুর রহমান, নির্বাহী সদস্য সাদেক হোসেন সানি, রোটারিয়ান অ্যাডভোকেট নুরুল আমিন আকাশ এ সময় উপস্থিত ছিলেন।
একই দিনে চাঁদপুর জেলা স্কাউট অফিসে চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন ও ফেলোশিপের কার্যালয় উদ্বোধন করা হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক সুফি খায়েরুল আলম খোকন ও সদস্য সচিব অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল। চাঁদপুর জেলা স্কাউট কেন্দ্রে চাঁদপুর জেলা শাখার উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন