• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ২১:৩৩
নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
ছবি: সংগৃহীত

নেত্রকোণায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান।

নিষিদ্ধ সংগঠনের গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাবুল সরকারের ছেলে চিন্ময় সরকার (২৭), জেলা ছাত্রলীগের সহক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), নেত্রকোণা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫), জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), নেত্রকোণা পৌর ছাত্রলীগের সদস্য রাহুল রায় (২৪) এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন (২৮)।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ‌নেওয়াজ বলেন, আজ ভোর সোয়া ৬টার দি‌কে নেত্রকোণা পৌরসভাধীন বড় মসজিদ রোড থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় এবং সুচন মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করেন।

তিনি আরও বলেন, মিছিলটি তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোণা মডেল থানার টহল পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি দেখে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মিছিলে সরাসরি অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল 
নির্বাচনের ৩ বছর পরও নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার
বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ