সিলেটে আওয়ামী লীগ নেতা আনা মিয়া গ্রেপ্তার
সিলেটে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান আনা মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুম্মা উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল।
তিনি জানান, আনা মিয়াকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট কোতোয়ালি থানায় গত ২৩ আগস্ট করা এফআইআর নং ২২/৩৭৭ এ একটি বিস্ফোরক মামলায় পলাতক এ আসামিকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় অন্য আসামিদের ধরতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন