ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোহন মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন মো. সোহেল রানা (৩৫) নামে অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহন মিয়া ও আহত সোহেল রানা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার মোহন মিয়ার মেয়ের বিয়ে হয় সাভারে। আজ মেয়েকে নিয়ে সাভার থেকে মানিকগঞ্জ ফিরছিলেন তারা। এ সময় মোটরসাইকেলে করে আসছিলেন তারা দুজন। তাদের বহনকারী মোটরসাইকেল কসমস এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোহন মিয়ার মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে ধামরাই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেন।
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন