• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

আগুন পোহাতে গিয়ে দগ্ধ ট্রলিচালকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৯ জানুয়ারি ২০১৮, ১৪:৪৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রচণ্ড শীতে খড়কুটো জেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের নাম ডাবলু সেখ (৩২)। তিনি উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের ছানোয়ার শেখের ছেলে।

স্থানীয় বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রচণ্ড শীতে ডাবলুসহ কয়েকজন ট্রলিচালক গেলো রোববার সন্ধ্যায় আলিপুর বাজারে বসে আগুন পোহাচ্ছিলেন। এসময় ডাবলুর গায়ের শীতের পোশাকে আগুন লেগে যায়। অন্যান্য শ্রমিকরা অনেক চেষ্টার পর তার শরীরের আগুন নেভান।

কিন্তু এতে ডাবলুর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ ডাবলুকে প্রথমে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওইদিন রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করে তার পরিবার। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না: টুকু
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা আমাদের আমানত: টুকু
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান
বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত