ট্রাক উল্টে কিশোর চালক নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী একটি ট্রাক উল্টে গেলে এর নিচে চাপা পড়ে ইসমাঈল হোসেন শাহিন (১৬) নামে এক কিশোর চালক নিহত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রয়েল ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে।
ইসমাঈল হোসেন শাহিন কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নকশা ওয়ালার বাড়ির ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন বলেন, মাটিবাহী ট্রাক এনে রয়েল ব্রিক ফিল্ডের ইট তৈরির জন্য মাটি স্তূপ করার কাজ করে শাহিন। আজ স্তূপ করার সময় মাটিবাহী ট্রাক উল্টে চাপা পড়ে শাহিন। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ না করে মরদেহ নিয়ে যায়। যদি তারা কোনো অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এফএ
মন্তব্য করুন