• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

গাজীপুরে ড্রাম বিস্ফোরণ, দ্বগ্ধ একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ০১:৩৩
গাজীপুরে ড্রাম বিস্ফোরণ, দ্বগ্ধ একজনের মৃত্যু
ছবি : সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ী ব্রিস্টল ফার্মায় ড্রাম বিস্ফোরণে দ্বগ্ধ জুনায়েদ হোসেন হৃদয় (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম।

বিস্ফোরণে আহতরা হলেন- হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। তারা সবাই ওই কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ওই চার শ্রমিক ওজু করতে যান। এসময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি মো. নজরুল ইসলাম বলেন, গত ২৮ ডিসেম্বর বিকেল ৪টার দিকে কোনাবাড়ীর বিসিক শিল্প এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটডের কারখানায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে চারজন দ্বগ্ধ হন। তারা ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে জুনায়েদ হোসেন মারা যায়। সে কোনাবাড়ীর হরিণাচালা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘কারখানার চার শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে কেমিক্যালের ড্রামের পাশে বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণ হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরের রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ 
সাদপন্থী নেতা শফিউল্লাহ ২ দিনের রিমান্ডে
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নবনির্বাচিত পরিষদের অভিষেক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাঁচ শতাধিক দোকানপাট উচ্ছেদ