• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:১০
রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
ছবি : সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে রওশন আরা (৫৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

শনিবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম।

রওশন আরার স্বামী আলেফ আলী মালয়েশিয়া প্রবাসী। রওশন আরা ওই বাড়িতে একাই বসবাস করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে রওশন আরা শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এক প্রতিবেশী তার বাড়িতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় রওশন আরার মরদেহ ঘরের বারান্দায় পড়ে আছে। সে ঘটনাটি স্থানীয় লোকজনকে জানায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশকে জানায়। পরে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হায়দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ‘আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলাম। কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ রওশন আরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তার শরীরে রক্তের দাগ ও যখম ছিলো। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪ 
বোনের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
বগুড়ায় ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে