• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

এবার কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫০
ছবি: সংগৃহীত।

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।

এ ঘটনার পর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে লোহাগড়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব‍্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সর্তক রয়েছে।

এ বিষয় জানতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ বলেন, ঘটনার পরপর ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটির অপারেটর দুজনকে ডাকা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ নেতা আটক
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ‘মারধর’ করে পুলিশে দিল ছাত্রদল