• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

হাসপাতালের চারতলা থেকে লাফ দিলেন রোগী, এরপর যা ঘটলো

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪
ফাইল ছবি।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা থেকে লাফ দিয়ে শ্রী দিবাকর দাস (৪৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলর দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শ্রী দিবাকর দাস বীরগঞ্জ উপজেলার সুজালপুর মাষ্টারপাড়া গ্রামের সীতানাথ দাসের ছেলে।

কোতোয়ালি থানার এস আই মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, শ্রী দিবাকর দাস মাথার সমস্যা নিয়ে বীরগঞ্জ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ২ জানুয়ারি তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মাথার যন্ত্রণা সইতে না পেরে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডের বেলকনিতে গিয়ে লাফ দেন। এতে নিচে পড়ে মারা যান। তাদের পরিবারের সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন যে তিনি আত্মহত্যা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতের মাঝেই বৃষ্টির আভাস
হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ
হিলিতে প্যানেল চেয়ারম্যান নিলুফাকে অবাঞ্ছিত ঘোষণা
হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রি, জরিমানা