• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৪
ছবি : আরটিভি

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আব্দুর শুক্কুর নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলেপাড়া নামক এলাকায় নাফ নদীর তীর হতে আটক করা হয়।

আব্দুর শুক্কুর মিয়ানমারের মংডু নাফফোরা এলাকার মৃত সালেহ আহমদের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ইয়াবার একটি বিশাল চালান বাংলাদেশে ঢুকবে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল বেড়িবাঁধে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তিকে নাফ নদী দিয়ে সাঁতরায়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে জেলেপাড়া এলাকার দিকে আসতে দেখে। তারা নদীর তীরে উঠে দুইটি বস্তা কাঁধে নিয়ে বেড়ি বাঁধের দিকে আসতে দেখে ও গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাদেরকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা বহনকৃত বস্তাগুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এতে ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হলেও অপর একজন রাতের অন্ধকারে পালিয়ে যায়। তাদের ফেলে দেওয়া প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুই লাখ ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত রোহিঙ্গা যুবকের বরাত দিয়ে বিজিবির ওই কর্মকর্তা বলেন, তিনি দীর্ঘদিন যাবত মিয়ানমার হতে ইয়াবা বাংলাদেশে পাচার করে আসছে।
জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু
কক্সবাজারে পিস ফেলোশিপের উদ্বোধন
সীমান্ত শান্ত থাকলেও অনুপ্রবেশের আশঙ্কা, ৩৬ রোহিঙ্গা ফেরত