সীমান্ত থেকে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবির সদস্যরা।
রোববার (৫ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবির বিভিন্ন বিওপি টিম।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫টি ভারতীয় গরু, ১টি পিকাপ গাড়ি, ৪২২৭ কেজি চিনি, ১ হাজার কেজি কয়লা, ৩০০ কেজি কমলা, ৩৫৭ বোতল মদ, ৩৫০ কেজি পুসকা। এসব মালামালের বাজার মূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা।
বিজিবির ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গরুসহ অন্যান্য মালামাল ও যানবাহন সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন
পুরোনো টেন্ডার বাতিল করায় ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব
গত ৫ আগস্টের পরে পুরোনো টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, বই বিতরণে কিছুটা দেরি হলেও প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব হবে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান ডা. বিধান রঞ্জন।
তিনি বলেন, যেহেতু বাইরের একটি দেশের বই ছাপার কথা ছিল। ৫ আগস্টের পরে সেই টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ জন্য বই বিতরণে কিছুটা দেরি হলেও প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ওপরে কিছুটা বাড়তি চাপ পড়বে এটি ঠিক। এটি মেনে নিতে হবে। কারণ গণঅভ্যুত্থান পরবর্তী দেশে সকল ক্ষেত্রেই একটি প্রভাব পড়ে। যেটি শিক্ষাক্ষেত্রেও পড়েছে। এটি মেনে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান তিনি।
আরটিভি/এফএ
কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতাপেটা, ২ নারী গ্রেপ্তার
‘দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে জুতাপেটা করেছেন দুই নারী’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী জুতা হাতে ট্রাফিক পুলিশের সদস্যকে মারধর করছেন। মারধরে তার সঙ্গে যোগ দেন আরেক নারী। মারধর করে ওই দুই নারী ঘটনাস্থল ত্যাগ করেন।
জানা গেছে, সোমবার সকালে মসজিদের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। তখন স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। স্থানীয়রা বলেন, ওই দুই নারী একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। তবে তারা ট্রেনের সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ কনস্টেবল। সেখান থেকেই শুরু হয় তর্ক-বিতর্ক।
স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দুই নারীর সাথে থাকা শিশুকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাফিক পুলিশের দিকে তেড়ে এসে প্রথমে একজন ধাক্কা দেয়। এরপর আরেকজন ট্রাফিক পুলিশের মুখে জুতা দিয়ে আঘাত করে। তারপর তাদের সাথে ধ্বস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা ঠেকালে ওই দুই নারী চলে যায়।
এদিন বিকেলে ওই পুলিশ সদস্য বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এজাহারে ওই দুই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে পরিচয় শনাক্ত করার পর শহরের থানাপাড়ার বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী সোহানা ইসলাম (৪৪) ও হাউসিং বি ব্লকের বাসিন্দা রিপন হোসেনের স্ত্রী সানজিদা আক্তার শান্তা (৩৯) গ্রেপ্তার করে পুলিশ।
শান্তার স্বামী রিপন জানান, সন্ধ্যায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা প্রথমে তাকে দোকান থেকে তুলে নেন। পরে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘একজন মুরব্বি (বয়োজ্যেষ্ঠ) ট্রাফিক সদস্য ডিউটি করছিলেন। ট্রেন চলে আসায় লেভেল ক্রসিংয়ের বার নামিয়ে দেওয়া হয়। সে সময় একজন নারী রেলপথ পার হওয়ার চেষ্টা করলে ওই পুলিশ সদস্য বাধা দেন। প্রথমে ওই নারী অকথ্য ভাষায় গালি দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পরে আরেক নারীকে সঙ্গে নিয়ে এসে পুলিশ সদস্যকে মারধর করেন।’
আরটিভি/এসএপি
ট্রেন দেখে সন্তানকে নিয়ে রেললাইনে শুয়ে পড়লেন বাবা, অতঃপর...
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১০টায় টঙ্গীর বনমালা লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের মরদেহ টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা।
প্রাথমিকভাবে নিহত দুজনের নাম ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত দুজনের একজনের বয়স আনুমানিক ৩০ বছর আর অন্যজনের ৮ বছর।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। এর মধ্যে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি বনমালা লেভেল ক্রসিং পার হয়ে কিছুটা সামনে এগোলে হঠাৎ ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক ও সঙ্গে থাকা শিশুটি। ঘটনাস্থলে মারা যান দুজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ‘স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত দুজন বাবা ও ছেলে। মঙ্গলবার রাত পৌনে ১০টায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বনমালা লেভেল ক্রসিং পার হয়ে কিছুটা সামনে আসতে দেখেই ওই বাবা তার শিশুসন্তানকে নিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান দুজন।’
তিনি আরও বলেন, ‘ট্রেনে কাটা পড়ে দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।’
আরটিভি/এমকে/এআর
হত্যা মামলায় গ্রেপ্তার সেই ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল
‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন শ্যামল। এবার গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগের কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করেন। শ্যামল চন্দ্র জামায়াতের কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, জামায়াত কর্মী হত্যা মামলার এজহার নামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামে এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে এ মামলা করেন।
আরটিভি/এএ/এস
সিলেটে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সিলেটের বিভিন্ন অঞ্চলে আগামী শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (আট ঘণ্টা) মহানগরের ৩৬ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর। এছাড়া এমসি কলেজ উপ-কেন্দ্রের ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব উন্নয়ন, ডেইরি ফার্ম, আলুরতল ও আশপাশ এলাকাসমূহ।
তবে কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
আরটিভি/এসএপি
রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
খুলনা রেলস্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে' বলে একটি লেখা প্রচার হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যার পর খুলনা রেলস্টেশনের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল, 'ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে।' পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেলস্টেশনে যান। সেখানে তারা এ ঘটনায় বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেলস্টেশন থেকে একজনকে আটক করে।
এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, কে বা কাদের ইন্ধনে এমন দুঃসাহসিক কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই। স্বৈরাচারের দোসর ও দালালদের কঠিন বিচার করতে হবে। এদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
রেলওয়ে থানা পুলিশের ওসি জানান, ডিজিটাল প্যানা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে খুলনা সদর থানা পুলিশ।
এদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরটিভি/এআর
৩০০ ফিটের লেক থেকে উদ্ধার তরুণীর মরদেহের পরিচয় মিলেছে
অবশেষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। তার নাম সুজানা। তিনি রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে খবর পেয়ে ওই মরদেহটি শনাক্ত করেন সুজানার মা চম্পা বেগম।
সুজানা রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। তাদের বাসা ওই এলাকার তামান্না কমপ্লেক্সের পাশে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফিরেননি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহটি সুজানার বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি মিরপুরের বাসিন্দা সুজানার। তিনি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটিও শনাক্ত করেছে পুলিশ। হেলমেটটি ১০ম শ্রেণির শিক্ষার্থী কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।
তারা জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা উভয়েই মিরপুরের বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ রয়েছে কাব্য। তাকে উদ্ধারে অভিযান চালছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশ সুপার মেহেদী ইসলাম।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, গত রাতে তার মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচের লেকে এক তরুণীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে জানায়। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে রূপগঞ্জ থানা পুলিশ। মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পেয়ে পুলিশ সেগুলো জব্দ করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়। পাশাপাশি তার পরিচয় শনাক্তের জন্য নানা তৎপরতা শুরু করে থানা পুলিশসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।
আরটিভি/এএ/এআর