• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

মায়ের পাশ থেকে ৫ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৬
ফাইল ছবি।

পটুয়াখালী কলাপাড়ায় কাশেম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। তবে এ ঘটনায় এখনো অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম শ্রমিকের কাজ করে। গতকাল ভোররাত চারটার দিকে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থার তার মায়ের পাশ থেকে নিয়ে আসে কাসেম। ওই শিশুর মা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি বুঝতে পারেনি। পরে ওই শিশুকে পার্শ্ববর্তী বিলে নিয়ে ধর্ষণ করে একঘণ্টা পর ফের বাড়িতে নিয়ে আসে। সন্ধ্যায় ওই শিশু অসুস্থ হয়ে পড়লে রাত আটটার দিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার  
অস্ত্রের মুখে কর্মচারীদের বেঁধে রেখে টাকা লুট ও ব্যবসায়ীকে অপহরণ
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
ধানখেত থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার