সংস্কার শেষে এ বছরেই নির্বাচন সম্ভব: আযম খান

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ০২:৩৩ পিএম


সংস্কার শেষে এ বছরেই নির্বাচন সম্ভব: আযম খান
ছবি : আরটিভি

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান বলেছেন, মুক্ত বাংলাদেশে নতুন দল করুন, তাতে আপত্তি নেই। কিন্তু, নতুন দল তৈরির প্রক্রিয়ায় যাতে সরকারের ভিতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা মহল যেন নির্বাচন দিতে দেরি না করেন। মনে রাখবেন, অনির্বাচিত সরকার বেশিদিন থাকলে দেশটা অনিশ্চয়তার দিকে চলে যাবে। প্রয়োজনীয় সংস্কার শেষে এ বছরের সেপ্টেম্বর বা অক্টোবরের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব।

বিজ্ঞাপন

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজনা সুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রাজনা সুর ফাউন্ডেশনের আয়োজনে পাঁচ শতাধিক নারী-পুরুষকে ফ্রি চিকিৎসাসেবা প্রদানসহ শীতার্ত তিন শতাধিক ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সামাজিক সংগঠন রাজনা সুর ফাউন্ডেশনের সভাপতি এ টি এম রাশেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, ফাউন্ডেশনের পরিচালক ইলিয়াস মিয়া পবিত্র, সহসভাপতি মো. আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.আওলাদ হোসেন, ক্রীড়া সম্পাদক আবুল কাশেম ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আনোয়ার ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission