রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ০২:৫৮ পিএম


রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন গ্রেপ্তার
ছবি: আরটিভি

নরসিংদীর রায়পুরা উপজেলার নজরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জোড়া খুনের অভিযোগে হারুন-অর-রশিদ (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) দুপুরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ তথ্যটি নিশ্চিত করেন। 

হারুন রায়পুরা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে ইউপি সদস্য মানিক মিয়া ও তার ভাগনি কল্পনা বেগমকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় গত ১১ ডিসেম্বর নিহতদের পরিবার উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার বাছেদ মিয়া এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদকে প্রধান আসামি করে ৫৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করে রায়পুরা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে পুলিশের চোখ ফাঁকি দিতে আসামিরা আত্মগোপনে চলে যায়।

আসামিদের গ্রেপ্তার ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক শফিউল্লাহ সিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রায়পরার আশারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

শফিউল্লাহ সিকদার বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার আশারামপুর এলাকা থেকে দুটি হত্যা মামলার অন্যতম আসামি হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও জানান, বাকি আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর শনিবার ভোরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ বাছেদ মেম্বার গংদের হামলায় চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মানিক মিয়া (৫৫) এবং একই গ্রামের আবু ছালেকের স্ত্রী কল্পনা বেগম (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পারিবারিক দ্বন্দ্ব চলছিল আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন-অর-রশিদের মধ্যে। এ নিয়ে বেশ কয়েকবার হারুন-অর-রশিদ ও তার সমর্থকরা আবিদ হাসান রুবেলের বাড়ি ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর সহ লুটপাট করে ব্যাপক ক্ষতি সাধন করে। পূর্ববিরোধের জের ধরে শনিবার সকালে হারুন-অর-রশিদের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবিদ হাসান রুবেল সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলা থেকে বাঁচতে রুবেলের চাচা মানিক মেম্বার পার্শ্ববর্তী বশির উদ্দিন মেম্বারের বাড়িতে আশ্রয় নিলে সেখানেই হারুনের সমর্থকরা তাকে ঘর থেকে টেনে বাইরে এনে গুলি ও কুপিয়ে দেহ থেকে তার পা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাদের এলোপাথাড়ি গুলি ও কোপে কল্পনা বেগম (২৫) নামেও আরেক গৃহবধূ প্রাণ হারান। এ ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission