• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

গাজীপুরের রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:১২
গাজীপুরের রেললাইনে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ 
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর হবে বলে ধারণা করা যাচ্ছে।

রোববার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার সফিপুরের রাখালিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার ভোরে উপজেলার ধোপাচালা এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধ রেললাইনের ওপর বসা ছিলেন। উত্তরবঙ্গের একটি ট্রেন দ্রুতগামী তার ওপর দিয়ে চলে যায়। এতে তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) ছেফাতুর বলেন, ‘খবর পেয়েছি। মরদেহটি উদ্ধার করার চেষ্টা চলছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি
সাদপন্থী নেতা শফিউল্লাহ ২ দিনের রিমান্ডে
গাজীপুরে ড্রাম বিস্ফোরণ, দ্বগ্ধ একজনের মৃত্যু
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নবনির্বাচিত পরিষদের অভিষেক