• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে, হেফাজতে নিলো বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৮
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে, হেফাজতে নিলো বিজিবি
ছবি: সংগৃহীত

মাছ ধরার বোটে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ অনুপ্রবেশ করেছে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। পরে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফের মেরিন ড্রাইভ সাবরাংয়ের মুন্ডার ডেইলঘাট এলাকা দিয়ে প্রবেশ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন।

জানা যায়, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে পাঁচ নারী ১০ শিশু ২১ পুরুষ রয়েছে। তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠাবে বিজিবি।

টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, দুপুরে দিকে মেরিন ড্রাইভ টেকনাফ মুন্ডার ডেইলে রোহিঙ্গা অনুপ্রবেশে করলে বিজিবি তাদের হেফাজতে নেয়।

টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, ‘সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের ফেরত পাঠানো হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
বিজিবির অভিযানে ডিসেম্বরে ১৪৭ কোটি টাকার চোরাচালান জব্দ
বিএসএফের কাছ থেকে ৫ কিমি এলাকা অবমুক্ত করল বিজিবি
বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ