• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

সুবিপ্রবি ক্যাম্পাসকে সুনামগঞ্জ শহরের কাছে করার দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯
সুবিপ্রবি ক্যাম্পাসকে সুনামগঞ্জ শহরের কাছে করার দাবি
ছবি : আরটিভি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ক্যাম্পাস শান্তিগঞ্জে না করে সুনামগঞ্জ জেলা শহরের কাছাকাছি করার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সুনামগঞ্জের সর্বস্তরের নাগরিকবৃন্দের পক্ষ থেকে রোববার (৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলা শহরকে পাশ কাটিয়ে তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জেলার অন্যতম বৃহৎ ‘দেখার হাওরে’ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান নির্ধারণ করেন। জায়গার সম্ভাব্যতা যাচাইও শেষ হয়ে গেছে। ‘দেখার হাওরে’ বিশ্ববিদ্যালয়ের মতো বড় স্থাপনা বা ক্যাম্পাস হলে হাওরের বোর জমির আবাদ নষ্ট হবে। জলজপ্রাণি ও জীববৈচিত্র্যও হুমকির মধ্যে পড়বে।

তাই শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের স্থান পরিবর্তন করে সুনামগঞ্জ শহরের কাছাকাছি জায়গায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল পিপি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সৈয়দ শামছুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল তুহিন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার আহ্বায়ক ইমনদোজ্জাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ নেতা দুদিনের রিমাণ্ডে 
সুনামগঞ্জ আ.লীগ নেতা অবনী মোহন গ্রেপ্তার
সীমান্ত থেকে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
টাঙ্গুয়ার হাওর থেকে মাছ ধরার যন্ত্র ও পাখিসহ আটক ৩