• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ২২:১১
শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ
ছবি : আরটিভি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের সরকারি লাল বিহারী উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ’ লেখার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৫ জানুয়ারি) বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি পৌর শহরের পাঁচমাথা হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে পাঁচমাথা মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে এসে মিলিত হয়।
এ সময় জয়পুরহাট-হিলি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বিদ্যালয়ের দেওয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের শিল্পকর্ম তুলে ধরেন। সেই চিত্রাঙ্কনের ওপর রাতের আঁধারে ‘জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ’ লেখার সাহস কী করে তারা পায়?

এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি কাওসার আলী বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয় থাকলেও শিক্ষার্থীরা যোগ্য হচ্ছে না: ড. শামসুদ্দিন
ফারুকের ওপর হামলা, ২ শিক্ষার্থী গ্রেপ্তার
পাঁচবিবিতে ২ ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ১