• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার  

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ২৩:১৯
নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার  
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম নামে এক ব‍্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে রোববার (৫ জানুয়ারি) নাগেশ্বরী থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, শিশুটি নাগেশ্বরী পৌর এলাকার একটি মাদরাসার প্লে শ্রেণিতে পড়া লেখা করে। ওই শিশু অভিযুক্ত নজরুল ইসলামের মেয়ের কাছে মাঝে মধ‍্যে প্রাইভেট পড়তো।

গত ৩০ ডিসেম্বর বিকেলের দিকে ওই বাড়িতে প্রাইভেট পড়তে গেলে বাড়িতে কেউ না থাকায় শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করে তার মায়ের কাছে ধর্ষণের কথা জানায়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত‍্যতা পাওয়ায় অভিযুক্ত নজরুলকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই
কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ 
শীতে কাবু কুড়িগ্রামের মানুষ
উলিপুরে যুবদল নেতা নিহত, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ