• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ২৩:৩১
ভারত পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ শাহাজাদা (৩২) নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। পরে ইমিগ্রেশন পুলিশ আটক আসামিকে হাকিমপুর থানায় সোপর্দ করে। থানা পুলিশ আটক আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় রাজনৈতিক জ্বালাও পোড়াও মামলা থাকায় সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা যায়।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেন।

গ্রেপ্তার শাহাজাদা সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া এলাকার মৃত মঞ্জুরুল আলমের ছেলে। তিনি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

হিলি ইমিগ্রেশন ওসি মো. আরিফ হোসেন জানান, আজ দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার জন্য শাহাজাদা নামে একজন পাসপোর্ট যাত্রী তার পাসপোর্ট জমা দেয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা রয়েছে এবং এই পথ দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, আজ বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় শাহাজাদা নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় জ্বালাও পোড়াও মামলা রয়েছে। পরে সৈয়দপুর থানা পুলিশের সঙ্গে কথা বললে তারা এ থানায় চলে আসেন এবং আটক আসামিকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম
হিলির ঐতিহ্যবাহী সীমান্ত শিখা ক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ