দর্শনায় যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন
চুয়াডাঙ্গার দর্শনায় খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন দুটি আটকে অবরোধ ও মানববন্ধন করেছেন দর্শনাবাসী।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত দর্শনা হল্ট স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলন চলাকালে দুপুরে ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ও বিকেলে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি আটকে অবরোধের পর ঊর্ধ্বতন রেল কর্মকর্তাদের আশ্বাসের পর আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন দুটি।
এ সময় আন্দোলনকারীরা ব্যানার ফেস্টুন নিয়ে দুপাশের প্ল্যাটফর্ম ও রেললাইনের ওপরে অবস্থান করেন। তারা সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি যাতে অবিলম্বে দর্শনা ও জীবননগর থানার সাধারণ মানুষের সুবিধায় জন্য যাত্রাবিরতি দেয়, সে দাবি তোলেন অবস্থানকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী আকমত আলী, দর্শনা প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিফাত রহমান ও এ এইচ অনিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা ইউএনও মমতাজ মহল, অ্যাসিল্যান্ড এ এইস এম তাসফিকুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীরসহ সেনাবাহিনীর একটি দল।
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন