• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

অপহরণের ৫০ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ১০:২৮

অপহরণ হওয়ার ৫০ ঘণ্টা পরে পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। শিবু বনিককে উদ্ধারের পরে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিবানন্দ রায় বনিকের ফিরে আসার খবরে স্বস্তি ফিরেছে তার পরিবারসহ জনমনে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার (৩ জানুয়ারি) কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান 'কানু প্রিয় ভান্ডারে' টাকা পয়সার হিসেব করছিলেন শিবানন্দ রায় বনিক। এ সময় তার দুই কর্মচারী শংকর ও তাপসও সঙ্গে ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০টার দিকে হঠাৎ ৭-৮ জনের ডাকাত দল সেখানে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সিসি ক্যামেরা ভাংচুর করে। পরে শংকর ও তাপসের হাত-পা ও মুখ বেঁধে ফেলেন ডাকাতরা। লুট করে দোকানের প্রায় সাড়ে সাত লাখ টাকা। এরপরে ব্যবসায়ী শিবানন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। শিবানন্দের দোকান সংলগ্ন আলগী নদী হয়ে ট্রলার যোগে তাকে নিয়ে তেঁতুলিয়া নদীর দিকে চলে যায় ডাকাত দলের সদস্যরা। গতকাল রোববার উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই কারাগারে
চাঁদপুরে ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ৯
সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া