পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
নড়াইলে পিকআপ এবং ট্রাকের মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালক নিহত ও দুই গাড়ীর অন্যান্য চার আরোহী আহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) ভোরে ঢাকা-নড়াইল মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। অহতদের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল ও ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুয়াশাচ্ছ ভোরে হাওয়াইখালী ব্রিজের পশ্চিম প্রান্তে পার্কিং থেকে স্থানীয় একটি ট্রাক পূর্বমুখী ব্রিজে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মুরগির পিকআপ সেটির ওপর আছড়ে পড়ে। এতে পিকআপ ও ট্রাকের চালকসহ মোট ৬ আরোহীর ৫ জন গুরুত্বর আহত হয়। দুর্ঘটনায় দুটি গাড়িরই অগ্রভাগ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পিকআপ চালককে মৃত ঘোষণা করেন।
এছাড়া গুরুত্বর দুইজনের মধ্যে এক জনকে ঢাকা এক জনকে খুলনা রেফার করে অন্য দুই জনকে ভর্তি করে নেওয়া হয়। নিহতের বাড়ি যশোরের কেশবপুরে তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মন্তব্য করুন