• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:১৩
ছবি: আরটিভি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও শান্তিগঞ্জ উপজেলার আক্তারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শান্তিগঞ্জের পাগলাবাজার থেকে একটি যাত্রীবাহী সিএনজি জগন্নাথপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেলে করে ওই দুই যুবক জগন্নাথপুর থেকে শান্তিগঞ্জে আসছিল। পথে সিচনি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
গায়ক উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ১
কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
এবার রামচরণের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ২